কোথায়  তুমি গেছ  চলে সেকি অনেক  দূর!
নাম না  জানা  কোথায়  সে দেশ ! কোন সে অচিনপুর?

কাশ ফুলে  সব ঘাষ ভরে আজ শরৎ এ মেঘের  মেলা!
ধান ভাঙা  মাঠে আল ভাঙে ঐ শোনালি রোদের খেলা।

পৃথিবীতে  যত পাখি  আছে বনে যেন তারা  সব ডাকে এক মনে!
হাহাকার  করা নিরব  কান্না শুধু  ব্যাথা হয়ে  ঝরে প্রাণে।

যত কাছে তুমি  তত দূরে  আজ মনে পড়ে  সেই ছেলেবেলা!
কত আবদার  কত মমতার, সুখের  সাগরে  কত না বয়েছে ভেলা!

তুমি  চলে  গেছ  যে সকালেতে সেই নিরব  নির্জন  প্রাণে!
ভুলতে না চাই, ভূলতে না পাই তোমায়  পড়ে যে মনে!

পথ চেয়ে  তব দীপ জ্বেলে রব ফুরোবে দিন রাত্রি ।
আজেকর বাণী  অতীত  হবে জানি, তুমি  অনন্ত  পথের যাত্রী ।

তবু এস কাছে যদি পড়ে মনে সেই চেনা  মুখ সেই রোদ-মেঘ- বৃষ্টি-,ভালোবাসা!
থেকো মোর পাশে ভোরের সুবাস  হয়ে,মাথার পরে রেখ হাত, রেখ চির আশা।



*
এক বছর হলো  বাবা এই দিনে চলে গেছিলেন ভোর রাতের এক তারার মত, এক  সৌম্য ঋষির বেশে, নিরবে!