আজও লিখে উঠতে পারিনি কবিতার মত কবিতা!
ছন্দ-বন্ধ নিয়ে হয়নি রাত জাগা,
না সাথে নিয়ে কবিত্বের কোনো প্রগাঢ় ভণিতা।
মহাকাল কেটে গেছে কবে অস্তমিত সন্ধ্যার আকাশের মত,
ফেলে আসা দিনগুলো নিয়ে সময়ের ঐ পারে।
রোদ-পোঁড়া-পাঁচিলের মত বিষন্নতা ঘিরেছে এসে শুধু,
আপন করে জানিয়েছে কোন ব্যাকুল মরমী অজানা চেতনারে।
লিপিবদ্ধ রাখি তবু স্মৃতির সরণি বেয়ে যা কিছু ভালোবাসাময় এই পৃথিবীর।
মরীচিকাও রয় অপেক্ষায় তার ভ্রান্ত পথিকের পথ চেয়ে।
নিরব নিভৃত অন্ধকার যেন আজ হৃদয়-ব্যাথার আশ্চর্য মলম।
উপলব্ধির জগৎ এ চিরশান্তি, সকল বিতর্কের অবসান, জ্ঞানের আস্ফালন ফেলে।
জীবন :তুমি মৃত্যুর মত সুন্দর! নৃত্যের তালে উচ্ছল!
অজ্ঞানতা: শিশুর স্বপ্নীল সরল, রাত্রির মত দৃশ্যমান, নিস্তব্ধতার মত বাঙ্ময়, কল্পনায় ঝিলমিল।