চোখের চাহনি তে তোমার দূর আকাশের আভাস,
মনের ভীতর আজ কী উদ্বেল হাওয়া!
বইমেলা-বোঝাই বই পড়ে আছে টেবিলে অগোছালো।
তোমার প্লাস পাওয়ারের চশমা ধরেছে ক্লাসের বাইরে জানালার প্রতিচ্ছবি।

নমনীয় স্কেলের দুই প্রান্ত মিলে যাওয়ার মত এক বিন্দুতে :  
বুঝি এল ফিরে সেই কাল আবার,
ফিরে এল সেই বেলা !
দেখ জাফরানি বসন্ত এসেছে আজ বই পাড়ার গাছ গুলোয়!

এসো কলেজ স্ট্রিটের দেবীদার দোকানে ফিরে যাই আবার!
রেফারেন্স বই দেখার বাহানায়,
ডুব দিই কালীকা র চপ এর দোকানে,
প্যারামাউন্ট শরবত্ এর একান্ত নিরালায়।

আবার করি এ দেশে বিপ্লব হওয়ার সৌখিন আলোচনা!
তুমি তো ছিলে চারু মজুমদার পন্থী।
আচ্ছা প্রেমের চেয়েও বড় বিপ্লব হয় বুঝি?

অনুরোধ,কিছু টা মনেও রেখ তুমি, সব কবিতা লিখোনা ।
টেক্সট বই এর পাতার ভাঁজে সঞ্চিত প্রসাদী ফুলের মত  
ফেলে আসা স-ব উত্তপ্ত বছর গুলো ফিরিয়ে দিলাম তোমায় আমি।
লেগে থাক কবিতা আজও তোমার ঐ অবিন্যস্ত চুলের বিলি কাটা আঙুলে!
আর কলেজে সরস্বতী পুজোয় তোমার প্রথম পরা অনভ্যস্ত শাড়ি তে।

*************************************
উল্লেখ্য:

"জাফরানি বসন্ত" শব্দকল্প টি প্রিয়  শ্রদ্ধেয়  কবি  দিলীপ  
চট্টোপাধ্যায় এর থেকে ধার করা। আমার  নিজস্ব নয়।
এই সামান্য কবিতা দিলীপ দা কে উৎসর্গ  করলাম।
*************************************