অনেক মান্যতা নিয়ে
হয়ে যাই বড় থেকে বুড়ো একদিন
অনেক অনূশাসনের বাঁধা
আর প্রাতঃশরণীয়দের দেওয়াল জোড়া নির্বাক অস্তিত্বে।
তার পর ধীরে ধীরে বোধোদয় হয়
না চোখের কোণে জল চিক চিক আর আজ আবেগের নয়!
জীবনের রিয়েলিটি শোয়ের আগে
যত্নে রিহার্সাল করা এপিসোড!
যত্নে রাখি, ধরে খুঁজে পেতে সারমর্ম নিজের তরে
শুধু ঝুটি প্রশংসার গ্যালারি - হাততালি
আর পেজ লাইক এর কারেন্ট আপডেট!
প্রেম, ভালোবাসা আজ নিয়েছে সাবাটিক্যাল্
বাঁশ ঝাড়ে বেনেবউ পাখির ডাক
আর আনমনা করেনা প্রাণ,
বিগত হয়েছে তারা
হীমেল ভোরের বাতাসে।
অনুভুত হয় না কতদিন
পোষা বিড়াল টির নরম পশম আল্লাদ!
হাত সেঁটে গেছে আজ টাচ্ ফোনে।
বড় ভীষণ দিন আজ এই জীবনের
অভাবের চেয়েও আজ অনটন বেশি।
বন্ধুত্ব র চেয়ে আজ বন্ধুর সংখ্যা অনেক দামী!
উপার্জনের মত পবিত্রতা ছেড়ে টাকার আস্ফালন।
আমি তাই নির্জনতা খুঁজি সমপর্কহীনতার!
হৃদপিন্ড চলার আপস্ ডাউনলোড করিনি তাই!