ঘর-দুয়ার আজ নিশ্চিহ্ন মোর
তুমি কাঁদো বিদ্যুৎ আসেনি বলে,
বহুদিন দু'মুঠো অন্ন দেখেনি চোখ
তুমি ভাবতে থাকো ইন্টারনেট গিয়েছে চলে।
শহরের বুকে মৃত গাছেদের গান
শুনতে পেলাম কয়েক হাজার দিয়েছে প্রান,
আমার ভিটে জলমগ্ন আজও
তবুও নিতে পারেনি সংবাদমাধ্যমে স্থান।
এই বছর খানেক আগে
আয়লা খেয়েছিল ওঁর বাপের প্রান,
আজ ক্লান্ত মনে কাঁদি
বেটারে ফেরাইনি যে উম্ফান।
তোমরা হিসেব রেখো, কতটা এসেছিল ত্রাণ
মৃত শরীরের বুকে চিহ্নিত করেছে নাম,
তোমরা খবর রেখো উন্মুক্ত করতে মন
সে'দিনও পাবে স্বমহিমায় সুন্দরবন।।