মুখস্থ অনেক কিছুই,
শুধু লেখার ভাষাই আজ সমাপ্ত
দীর্ঘদিনের গ্লানি আর হারতে থাকা অভিমান
স্বপ্নের প্রতিটা মুহূর্তে হানে কঠিন অভিযান।

ব্যঙ্গ-বিদ্রূপ
রাজনৈতিক মহড়ায় অভিযুক্ত,
জীবন-যাত্রার মাইলস্টোন
শিক্ষকতা ভাব দেখাচ্ছে কখনও।

তোমার কথায়,
সত্য পথই ঠিক,
কলম শেখাবে জীবন-বানী।
আমার লেখা খানিকটা হোঁচট খেয়ে
মাপতে বসে, সত্যের ভণ্ডামি।
মনে পরে তুমি বলেছিলে বছর আগে
শিক্ষা পাবে এই চাটুকারিতার যুগে,
যে কলম তুমি ধরেছ শক্ত হাতে
মুখ ফেরাবে অন্তিম লগ্নে এসে।

আমি তো বেশ মজায় ছিলাম ভারি
কলম আমার, তবে সত্যের গান গাবে,
অতীত ভেবে বর্তমানে এসে, দেখি
অসত্ কেমন জোট বেঁধেছে সুরে।

অচেনা শহর,
তবে কিছু চেনা মুখ আছে জানিস
অসত্ পথের চাকুরিজীবী হয়ে
অতীত ইতিহাস ভুলতে বসেছে দেখি।

আমিও ভাবলুম,
তবে অসত্ পথই ধরি,
সত্যের স্বাদ পুরনো হয়েছে ভারি।
অন্ধকারের যাত্রাপথে রোজই,
আলো দেখাবে লালোশ গলার প্রদীপ।

সময় গেল,
হাসিল হলো না কিছুই,
কলম আমার বিভ্রান্ত কিছু বছর
দিনের শেষে, ভাবুক মন আবার,
দেখতে পেলেম, সত্যের রকমারি।