তুমি নাকি খোঁজো জঙ্গির দল,
আমি খুঁজি দু'মুঠো অন্ন,
ক্ষুধা, প্রান, পরিবার শেষ
নায়েস তুমি আজ ধন্ন।
সোয়ায়েত নাকি আলাম সাহেব
রোহিঙ্গা তুমি রোজ শেষ,
বাঁচার লড়াই বিফল সেথা
একলা দাঁড়িয়ে রাখায়েন স্টেট।

আব্বা তুমি খুঁটি খুঁজো,
দেখার বড় সাদ হয় এই পৃথিবী টাকে!
চলল আলাম স্বপ্ন লয়ে,
যান যদি বাঁচে ওপার হয়ে।
আসল ডাক, পাড়ি দিতে হবে ওপারে,
ভয়, পাছে মৃত্যু তাদের জাপটে ধরে
মৃত্যু, ভাবলে যে সে আরও ঘনিয়ে আসে,
চলল সোয়ায়েত রাতের অন্ধকারে।

কালের অন্ধকার, কেমন বিকট শব্দ,
মায়ের বুক দুরু দুরু আমার হাত শক্ত।
পড়ল দাঁড়ে টান, আঁধার হল কালো,
জান গিয়েছে মোর, ধর্ম তুমি থেক ভালো!

ফিরল দেহ পাড়ে,
নদীর জল অশ্রু হয়ে ঝড়ে,
বাঁচার লড়াই বিফল রোজই
মানবতা যদি একটু কিছু করে!

চোখের কোণে জল,
আলাম কহে ভাঙছে মনবল।
ধর্মের লড়াই, মানবতার খেলা
ফেলে, মানুষ হবি চল।।