কোথায় আমার অগ্রগতি?
সবেমাত্র পথ চলা শুরু করলেম যে আমি!
বন্দি ভাবিলে কেমনে?
চাইনি হতে ডানা কাটা পক্ষী।
এই সমাজ টা কেবলই চায় নতজানু লোক,
শিরদাঁড়াটা যেন মরিচা ধরা জোঁক,
গরম জলেও খাবে খাবি,
অন্ধ নিদ্রায় তাকিয়ে চোখ।
কে চাইবে তোমার ভালো?
বর্তমানটা তবে অজানাই থেকেছে আজও,
কল্পনাতে শূন্যে ভাসতে পারো
কিন্তু স্বপ্নের খাঁচায় ঘুন ধরেছে কখনও?
স্বাধীন তুমি,
তবুও পরাধীনতার জালে জর্জরিত,
গবেষণায় তুমি মৌলিক অধিকার খোঁজ?
বিফল যাবে, করেনা পাগলামি!