অপমানিত,
প্রতিনিয়ত খণ্ডিত আত্মসম্মান
আমার ঠাপ্পা লাগানোই জীবন,
তুমি শেখাচ্ছ, অর্থের মর্যাদা।
কেমন যেন কুন্ডলীত মস্তিষ্ক,
অস্থির স্থিরতার অস্তিত্ব!
একলা রাস্তার লাইটপোস্ট,
নীরবতা পালনেই আকৃষ্ট।
আমার দায়িত্ব, আমার পরিবার,
বাড়ছে সময়, চিন্তা আবার
চার দেওয়ালে স্বপ্ন অনেক
তবু চাইনে গড়তে অর্থের পাহাড়।।