প্রত্যহ হত্যা হচ্ছে আত্মবিশ্বাস
পরিত্যক্ত একলা হাঁটা রাত,
আর ভেসে আসা বিষাক্ত বাতাস।
বন্ধুত্বের প্রতিটা বাণী
খোলা আকাশে দীর্ঘনিঃশ্বাস তোলে,
চোখে আঙুল তুলে প্রমাণ করে
প্রতি মুহূর্তের প্রতিযোগিতা।
অবাস্তব যত দক্ষতার পরিচয়
মুখোশের আড়ালেই চলে মনোনয়ন।
বিশ্বাসরুপী ভ্রান্ত কথায়,
সুবিধাভোগীর হোক মুখউন্নয়ন।
আমার স্বপ্ন নাই বা লিখলাম
থাকনা জেগে থাকা রাতের ইতিহাস।
মরচে ধরা ভাঙা স্বরেই বললাম
আর্তনাদ আজ আত্মবিশ্বাস!!