" মুক্তি চাই "


সব অতীত
অতীত হয় না,
কিছু অতীত,
বর্তমান হয়ে ,
থেকে যায়,
সারা জীবনের জন্য,
যা থেকে মুক্তি পাওয়া,
সৃষ্টির সেরা প্রাণীটির,
হয়ে উঠে না |

কিছু অতীত মানুষকে
বন্দি করে রাখে,
অদৃশ্য সূতায়,
যা সে ভয়ে বেড়ায়,
দিনের পর দিন,
সময়ের পর সময়,
প্রজন্ম থেকে প্রজন্ম |

ফিলিস্তিনির বুক চিরে
হিংস্র দানব ইসরাইলের বোমা বর্ষণ,
নাপাক সৌদি ওহাবীবাদ কর্তৃক,
ইয়েমেনে গণহত্যা ,
কাশ্মীর-বার্মা'র ,
বেদনা-আপন,
হারানোর চিৎকার ,
যা চলছে যুগের পর যুগ ,
যে ক্ষত তারা,
ভয়ে বেড়াচ্ছে আজও,
সেই ক্ষতকে আমি,
অতীত বলি না |

বাবার কাদেঁ সন্তানের লাশ
সন্তানহারা শত মায়ের আর্তনাত,
স্বামীহারা বোনের কান্না ,
অনাথ শিশুর,
অনিশ্চিত ভবিষৎ ,
তার কোনোটাই আমার কাছে ,
অতীত নয় ,
তাদের বেদনা-আহাজারি-শোক ,
নীরব ঘাতকের মত কাজ করছে
মনের কুঁড়ে ঘরে ,
যে যন্ত্রনা-কষ্ট ,
প্রজন্ম থেকে প্রজন্ম ,
ভয়ে যাচ্ছে ,
তার সবই বর্তমান |

অতীত একটি চলমান প্রক্রিয়া,
কে বলে অতীত,
অতীত হয়ে গিয়েছে
আমিতো দেখি
অনেক অতীতই
বর্তমান বিদ্যমান |

সুখের অতীত গুলো
বর্তমান হয়না,
কিন্তু দুঃখের অতীত ?  
ক্ষতর অতীত,
দাগ,গা'র অতীত ?
আপন-প্রিয় জনদের,
হারানোর অতীত ?
সর্বদাই বর্তমান ,
যা থেকে বের হওয়া,
কঠিন নয় অসাধ্য,
দু'পা এইখানে জড় পদার্থ ,
বড়ই অসহায়,নিঃস্ব |

পৃথিবীর বিগত ইতিহাস
তাই বলে
চিৎকার করে
অবিরাম -বারবার,
যা থেকে মুক্তি চাই,
অসঙ্ঘবদ্ধ সাধারণ মানুষ,
তারা মুক্তি চাই,
যন্ত্রনার অতীত থেকে,
অপরাজনীতির ধারকদের থেকে,
মানুষ রুপী,
অ-মানুষ হায়েনার
বিষাক্ত গ্রাস থেকে,
যে কষ্ট বিদে আছে  
কলিজা-হৃদ পিন্ডে
শত বছর ধরে
তা থেকে তারা মুক্তি চাই
পৃথিবী মুক্তি চাই |