কান্ত হওয়াটা স্বাভাবিক
তা হোক দেহের কিংবা মনের
কিন্তু মনের ক্লান্তি যখন
চেপে বসে হৃদপিন্ড ছেদ করে
তখন কষ্টগুলো
শিকড় মেলতে শুরু করে |

অপ্রাপ্তিগুলো চিৎকার করে জানান দেয়
দেহ-মন আজ তাদের দখলে
বিপরীতে প্রাপ্তি-আশা-স্বপ্নগুলো
নীরবে মুখ লুকিয়ে দীর্ঘশ্বাস ছেঁড়ে বিদায় নেয় |

পথিক যখন পথে ক্লান্ত হয়
তখন সে পথে জিরিয়ে নেয়
কিন্তু মনের ক্লান্তি কেবল
মনের উপর জিরিয়ে সুখ/স্বস্তি পাই |
মন বিনে মনে সুখ আসে না |
মনের দূরত্ব মনকে ভীষণ
একলা করে দেয়
মনের ভিতর
ব্যথার বন্যা ভয়ে যায়
মনকে কাঁদায় |
ভীষণও ভাবে কাঁদায় |

দেহ থেকে আত্মা চলে গেলে
যেমন নিথর দেহ পরে থাকে
মূল্যহীন,লাশ হয়ে
ঠিক মন থেকে মনের
বিধায় -দূরত্ত্বও নিথর-পাথর করে দেয় |

মন’র উপর জোর চলে না
তাইতো মনকে বুঝতে ব্যর্থ হয়
সব সময় -সর্ব অবস্থায় মনের
পাশে থাকাটা মনের সাহস-শক্তি
মন তখন ভরসা পাই, ভীত হয়না
কারণ মনের উপর আরো একটি মন
শক্ত করে ধরে আছে -আঁকড়ে আছে
আমি তোমার সাথে আছি
তুমি লড়ে যাও |

ভালোবাসা বেঁচে থাকুক
মনের উপর মন রেখে
বিপরীতে যদি
ভালোবাসা’র মৃত্যুও হয়
সেই মৃত্যু যেন হয়
মনের উপর মন রেখে |