আমি তোমার জন্য ঘর ছেড়েছি
ঘরে ফিরবো বলে |
আমি রঙের সন্ধানে জগৎ ঘোড়েছি
তোমায় রাঙ্গাবো বলে |
আমি গন্তব্যে'র খুঁজে পথে নেমেছি
গন্তব্যে পৌছাবো বলে |
আমি স্বপ্ন দেখবো বলে দুচোখ বুঝিনি
তোমার স্বপ্ন পূরণ করবো বলে |
আমি জীবনের পরতে পরতে
যোদ্ধ করেছি ,
তোমার কাছে বিজয়ের বেশে,
ফিরবো বলে |
কিন্তু হলো না
বড্ডো দেরি হয়ে গিয়েছে ,
কি করবো বলো ?
পৃথিবীর শত শত বছরের
জঞ্চাল,অনিয়ম,
চোরাবালির মত,
আমায় কামড়ে ধরেছে ,
পথ আটকে দিয়েছে বারংবার |
তাইতো
তোমার জন্য জমানো
রং,স্বপ্ন,হাসি নিয়ে
বিজয়ের বেশে
ঘরে ফিরতে পারিনি আমি |
তোমার চলে যাওয়া
আমার সকল সফলতা,প্রাপ্তি
বিলীন করে দিয়েছে
তাইতো আর মন থেকে
ঘরে ফিরা হল না " মা " |