লকডাউন আর প্রনোদনা
কমতো কিছই হলনা
ভেতর মানুষ চিনিয়ে দিল
সর্বনাশী করোনা।
বিশ্বজুরে কাদছে মানুষ
খুধার জ্বালায় ভুগছে মানুষ
কেউ আবার এরই মাঝে
সুযোগ বুঝে উড়ায় ফানুশ।
লাশের পর লাশ পরছে
চোখের জলে ভাসছে দেশ
পুরো পৃথিবী থমকে গেছে
জানিনা এর কোথায় শেষ?
ক্ষমতার জোরে করেছ শোষন
মানবতা সেথায় হয়েছে লুন্ঠন
আজকে কোথায় ক্ষমতার দম্ভ
কোথায় তোমাদের অন্যায় গর্জন।
এখনো করিস মানুষের অন্ন চুরি
নরপশু মানুষ তরে কে কয়
তোর অন্তরে কি নাই খোদার ভয়
তুই কি করেছিস মৃত্যুকে জয়?
অযত্ন অবহেলা আর মনুষ্য বিলাসিতায়
প্রকৃতি হারিয়েছিল নিজস্ব রূপ
বিধাতার কাছে করেছে নালিশ
তাই বুঝি বিধাতাও রইলনা নিশ্চুপ।
এতটাই ক্ষুব্ধ হয়েছ খোদা
পাপাচারী অধম এই আমাদের উপরে
মার্জনা চাহিব এবাদত করিব
যেতে পারিনা তোমার ঘরে।
সবাই আজ নিরুপায় অসহায়
কারোও কাছেই নেই সমাধান
একীভূত করিয়া সব মনুষ্য জ্ঞান
উপায় খুঁজিতে হয়েছে হয়রান।
এ কেমন সাজা দিলে খোদা
চোখের সামনে প্রিয় জনের লাশ
দূরে দেখিয়া কাদিয়া মরি
কাছে থেকে পাইনা ছোয়ার সাহস।
অনেক পথ পেরিয়ে এসেছি
অনেক হারিয়ে ও চাই সান্তনা
তোমার কাছে চাই যে পানাহ
মাফ করে দাও ইয়া রাব্বানা।