আজকের স্বাধীনতার বিজয়ের উল্লাস ৫০ বছরের পূর্তি
শহিদের রক্ত মা বোনের ইজ্জতের বিনিময়ে গড়া এ কীর্তি।
পরাধীন হয়ে থেকেছি মোরা কত দিবস রজনী
ভয়ানক সে কালো ইতিহাস শুনি শুধু দেখিনি
লাখো প্রাণের রক্তে আঁকা লাল সবুজের কাহিনী
তুমি আজ মুক্ত স্বাধীন হে বঙ্গ জননী।
আগে পড় যুদ্ধের ভয়ানক সেই ইতিহাস
তারপর ভেবো তুমি কাকে করবে পরিহাস
এ ভাল এ খারাপ এর হবে জেল ফাঁস
স্বার্থে কারও লেগে গেলে ভাল মানুষ খায় বাঁশ।
স্বাধীনতা বল তুমি কার ঘরে বন্দী
বল তুমি কার সাথে করেছ আজ সন্ধি
তোমায় নিয়ে কে করে আজ, স্বার্থ খেলার ফন্দি
স্বাধীনতা তুমি কি আজ কারো কেনা বান্দী?
স্বাধীনতা নেই তুমি নিরাপদ রাস্তায়
স্বাধীনতা আজ তুমি বন্দী টাকার বস্তায়
স্বাধীনতা তুমি কেন বিক্রি হও সস্তায়
স্বাধীনতা আজ তুমি বিলীন ক্ষমতায়।
দশ লাইন কথা হলে সাত লাইন ইংলিশে
বাংলা সংস্কৃতি গেল পশ্চিমার পরশে
পহেলা বৈশাখ পালিত হয় পান্তা আর ইলিশে
বাংলা আজ নির্বাসিত স্বাধীন বাংলার আকাশে।
আহা ফেব্রুয়ারি মার্চ আর ডিসেম্বর এলে
তোমার হৃদয়ে জাগে দেশপ্রেমের গান
ঘর থেকে রাস্তায় আলো ফুল সজ্জায়
ভাব দেখে মনে হয় দেশ তুমি প্রাণ
সারা বছর কোথা থাকে দেশপ্রেমের টান
আসলে বাঙ্গালি নামে তুমি সয়তান।।
দেশপ্রেম থাকে যদি তবে কেন দুর্নীতি
সবখানে ঘুষ আর নোংরা স্বজনপ্রীতি
কালোবাজারি লুটপাট করে হয় কোটিপতি
সাধারণ জনগন হায় হায় নেই গতি।
লুটপাট দরবেশ আর দেউলিয়া নীতি
এইগুলা দিয়া তুমি বুঝাও কিসের প্রীতি
যদি বুকে থাকে দেশপ্রেম আদর্শ নীতি
কেন তোমার ভীতরে নাই অপরাধ ভীতি।
ভাইয়েরা আমার রক্ত দিছে দাবি কিন্তু মরে নাই
শহীদের সেই রক্তের দাগ আজও আছে মুছে নাই
মুখে মুখে দেশ প্রেম কাজে কর্মে মিল নাই
দেশটাকে নিয়ে ভাবার আজ দেশপ্রেমিক কোথা পাই।
আমিও স্বাধীনভাবে বলতে চাই,
দুর্নীতি মুক্ত একটা স্বদেশ চাই।
আমিও স্বাধীনভাবে চলতে চাই,
চলার স্বাধীন একটা সড়ক চাই।
আমিও স্বাধীনভাবে হাসতে চাই,
হারানোর কান্না মুছতে চাই।
আমিও স্বাধীনভাবে বাঁচতে চাই,
বাঁচার সব মৌলিক অধিকার চাই।
স্বাধীনতার গল্প আজ অল্প কথায় বলে যাই
স্বাধীনতা আজও আমি সবখানে খুঁজে বেড়াই
সবশেষে করজোড়ে একটাই আবদার
স্বাধীনতারও একটা স্বাধীনতা দরকার, স্বাধীনতা দরকার