ভাসল ঘর ভাসল দুয়ার
ভাসল ফসল পশুর খোয়ার
ভাসল খুকু র খেলার ঘর
আসল হঠাৎ বানের জোয়ার।
কেউ হারাল বাবা মা
কেউ হারাল ভাই বোন
কেউ হারাল স্বামীর সোহাগ
কেউ বা আবার বুকের ধন।
ঐ দেখা যায় মাচার উপর
দুধের শিশু কাঁদছে অঝর
কাহার বুকে ঠাই হবে তার
কে ভোলাবে মায়ের আদর?
স্বজন হারা ক্ষুধার্ত চোখ
কেমন করে ভুলবে এ শোক?
কেমন করে ভুলবে ওরে
হারিয়ে ফেলা প্রিয় সে মুখ?
খোদার দেওয়া নদীর উপর
কে রে তুই শাসন করার?
বন্ধুর মত কথা বলিস
ভেতরে তোর রুপ হায়েনার।
গুছিয়ে রাখা কত সংসার
ভেঙে গিয়ে হল চুরমার
আল্লাহর কাছে নালিশ দিলাম
তিনিই করবে তোদের বিচার।