মেহেদী রাঙা বউটা এনেই
জীবন হলো শুরু,
সাদা চুল জানিয়ে দিলো
হয়ে গেছি বুড়ো !
কয়দিন বাদে শুন্য ঘরে
এলো খুশির চাঁদ,
আলতো মুখে মুচকী হেসে
গড়ল মায়া ফাঁদ।
হামা গুড়ি দিয়েই সোনা
মিষ্টি মিষ্টি ডাকে,
জীবনটা মোর ভরে ওঠে
তার পথের বাঁকে ।
বাবা ডাকটা ফোটার আগে
চোখে দেখি কম,
ভাবছি বসে কখন বুঝি
হানা দেয় যম !