আমার গাঁয়ে এলে বন্ধু
দেবো ভালবাসা,
দুইটা পা ধুইয়ে দেবে
শিশির কুয়াশা।
ভোর বেলার সুর্য হতে
এনে দেবো আলো,
মুঠিমুঠি আলো পেলে
লাগবে ঢের ভালো।
সকাল সন্ধ্যা শুনে দেব
নদের কলতান,
বৃক্ষ তলে বসে তোমার
জুড়ে যাবে প্রাণ।
অলস দুপুর কেটে যাবে
নানা পাখির গানে,
মেঠো পথের সব স্মৃতি
জেগে র’বে প্রাণে।
নীলাকাশের নীলেরা ঐ
কেঁড়ে নেবে মন,
মহামায়ার গা-খানিটাই
হয়ে যাবে আপন।