নদের পাড়ের ছেলে আমি
ছোট্ট বেলার সাথী,
নদীর সাথে হেসে খেলে
কেটেছে দিবা রাতি।
সকাল, দুপুর, সন্ধ্যা, রাত
কাটতো নদের পাড়ে,
সারাটা সময় নদের ভাষায়
ডাকতো আমারে।
সেই নদীটা যেমনই ছিল
আজ আগের মতই,
ওই স্মৃতিই দোল খেয়ে
যায় আজ অবিরতই।
নদের প্রেমে মুগ্ধ মোহে
কেটেছে কত দিন,
নির্মল বায়ু মনটা আমার
করে দিত রঙিন।
কতটা যুগ পেরিয়ে গেল
আজও হৃদে বহমান,
শয়নে স্বপনে আজ শুনি
যমুনার কলতান!