নীল আকাশে নীলের কোলে
নানা পাখীর ঝাঁক,
দু’চোখ মেলে সবাই যেন
হারিয়ে ফেলে বাক ।
আঁকা, বাঁকা নদের তীঁরে
সাদা বকের মেলা,
মাছ শিকারে ফাঁকে ওরা
শুরু করে খেলা ।
নদের বুকে স্বচ্ছ জলে
নীল, পাখির ছায়া,
ছোট বড় সবার হৃদে
এনে দেয় মায়া ।
পুবাল বা’য়ে সবুজ ক্ষেতে
নজর কাঁড়া ঢেউ,
সকাল, দুপুর সন্ধ্যাে এলেও
ক্লান্ত হয়না কেউ ।
ক্লান্ত নয়ন ফিরে আসে
রয়ে যায় রেষ !
সবার কাছে সবার সেরা
প্রিয় বাংলাদেশ।