তুমি ভালবাসতে বলেছো
বলেই আমি ভালবাসি,
বিনিময়ে দু’চোখে ভাসিল
তপ্ত জল রাশি রাশি।
আমার ভালবাসায় নেই
একবিন্দু বাহারী রং,
নেই এতটুকু খাত, নেই
মিছে একটু ঢং।
কেউ জানুক, নাই জানুক
তুমিতো জানো !
প্রতিদানে আমার তরে কেন
এত কষ্ট আনো ?
আমি ভালবাসতে চাইনি
চাইছি সমন্বয়,
এমন কষ্ট চাপিয়ে দাও
তা সইবার নয়!
হৃদয় থেকে কেঁড়ে নাও,
যত মায়া মমতা,
আমি আর সইতে পারিনা
নিষ্ঠুর বর্বরতা !