কষ্টেরা নির্বোধ বলেই,
কারো আগে পরের কিছু তো ভাবেনা।
ওর জন্য আমার খুব
কষ্ট! তবুও আমার ছাঁয়াও ছাড়েনা।
ভাঙা স্বরে যখন বলেছি,
তুমি এ কেমন! তখন চোখে জল রাশিরাশি,
ও আমার গলা জড়িয়ে
আবেদনে বলে, আমি যে অনেক ভালবাসি।
চমকে উঠে কর্কশ ভাষায়
কান ফাটা চিৎকারে বলি, আমি তোমায়
পছন্দ করিনা, ভালবাসি না, আমি তোমায়
ঘৃনা করি, আমি তোমার নির্মম, নিষ্ঠুর, নির্দয়
যন্ত্রনা থেকে মুক্তি চাই................
স্বভাব সুলভ ভঙিতে-
মুখে আঙ্গুল লাগিয়ে ওরা বলে,
ইশঃ আস্তে, নয় চিৎকার, নয় কষ্ট, নয় বিরক্তি!
তুমি বাঁচলেই আমি আছি, থাকবো,
আমায় ছেড়ে তোমার,বাঁচার কোন পথ নাই।
আমি নির্বাক! নিশ্চুপ!
বুকে কষ্ট আর কষ্ট! আমি বড় অসহায়,
চোখে উত্তপ্ত জলরাশি,
তপ্ত নেত্রে যা দেখি, তা কেবল কাঁদায়!