কোন দেশের বুক বেয়ে
নদী বয়ে যায় ?
কোন দেশে শাঁখে শাঁখে
কোকিল টিয়া গায় ?
কোন দেশের নীলাকাশে
সাদা মেঘের ভেলা?
কোন দেশের বনে বনে
নানা জীবের খেলা?
কোন দেশের বুক জুড়ে
সবুজ, লতা, পাতায়?
কোন দেশে নদীর বুকে
পালের নাও যায়?
কোন দেশে গাছে গাছে
রাখে হাঁড়ি পাতি?
কোন দেশের ফুল বাগে
উঁড়ে প্রজাপতি?
কোন দেশে আছে বল
আঁকা, বাঁকা পথ?
কোন দেশে ফুলের ঘ্রাণ
কাঁড়ে সবার মত্?
কোন দেশের পল্লী সুরে
হরণ করে মন?
কোথা তুমি খুঁজে পাবে
আমার দেশের মতন?
বিশ্ব জুড়ে খুঁজেও তুমি
পাবেনা এমন দেশ,
এ যে আমার জন্মভূমি
গর্বের বাংলাদেশ।