চলতে গিয়ে, মনের মত
পেলাম নাত, নাতী,
ক’দিন পরে ওরা সবাই
হলো হৃদের জ্ঞাতি।
কাব্য লেখার পাল্লা দিয়ে
হলাম সবার বন্ধু,
স্বপ্ন জাগে সবাই মিলে
গড়ব মায়ার সিন্ধু।
মায়া ভরা ছাঁয়া তলে
বসবে নানা জন,
একই পথের পথিক মোরা
হব আপন জন।
থাকবে না আর ভেদাভেদ
রবেনা কেউ পর,
সবাই মিলে সবার জন্যই
বাঁধব শান্তির ঘর।
অনেক আশায় ছুটে এলাম
শিখব অনেক কিছু,
জ্ঞান, গুণের দখল দেখেই
শীরটা হলো নীঁচু।