হে, মুহাম্মাদ (সা) তোমাকে
আমি চিনিনা,
কে তোমার বাবা, মা, আমি
তাও জানিনা।
শেখার আশায় ছুটে যেতাম
বুদ্ধিজীবির পিছে,
একি! যতটুকু চোখে পরলো
তার সবটাই মিছে।
ভ্রষ্টাদের ঝুলি হতে উপচে পরে
কেবল তোমার কুৎসা,
জানতে গিয়ে বুঝে নিলাম, তুমি
জ্ঞান রাজ্যের বাদশা।
নবুয়াতের দিন হতে যা বলেছো
তুমি তোমার মুখে,
সবে মিলে সবটাই মেখে নিতো
গায়ে হৃদে বুকে।
অহী জ্ঞানের চুম্বক ছিল, তোমার
মনে প্রাণে,
সুরের মূর্চনায় জাগলে রাসুল (সা)
মরুবাসীর গানে।
লক্ষ্য ফুলের মাঝে তুমি, মরুর
সেরা ফুল,
তোমার সুবাসে সুভাসিত হলো
সবে, হে’ রাসুল (সা)।