স্বাধীন দেশে থাকি বলেই
আমিতো স্বাধীন নই,
জালিমের জুলুমের সবটাই
নিরবে সই।
নির্বিচার বেদনায় পারিনা
করিতে চিৎকার,
আইন আর শক্তির দাপটে
শত প্রাণের সংহার।
ইথারে শুন্যতায় শুনি বিচ্ছেদ
বেদনার সুর,
শংকিত বিবেক, স্তম্ভিত সবে
যেন মানবতা চুর!
শিশু রাজন, রাকিবের কান্নায়
জাগেনি ওদের মায়া,
বাঁচার তাগিদে চিৎকার করেও
পায়নি একটু দয়া।