প্রত্যাশার সেই মানুষটি পেয়েছিলাম কাছে,
রাখতে পারিনি তাকে, প্রত্যাশা হল মিছে।
চাওয়ার সবটাই ছিল, ছিলনা বাকি তায়,
হারানোর বেদনা, পাওয়ার পরও কাঁদায়।
কত না দিন, মাস, বছর কাটল এক সাথে,
সময় গেছে, তবে চলতে পারিনি এক মতে।
একই ছাদের নীচে, একই বিছানা মোদের,
অসহ কষ্টে কেটেছে প্রহর, জাগেনি বোধের।
বাইরের চেহারায় ছিল, কেবলই মিছে মিল,
একত্রে থাকলেও একীভূত হয়নি দু’টো দিল।
আজি স্বপ্নীল মনটা যেন শুধু ধুঁধুঁ মরু-প্রান্তর,
মহা প্রলয়ংকরী তান্ডবে ক্ষত-বিক্ষত অন্তর।
কোথায় তুমি! তুমি কি ভুলে গেছো আমায়!
কত কাছে পেয়েছিলাম খেলতেই তোমায়।
আমি তো ভুলিনি, পারবনা কখনো ভুলতে,
মনের ঝড় নির্মুলে, তুমি কি পারনা আসতে!