পৃথিবীর জলে স্থলের প্রলংকরী
উত্তপ্ত দাবানলে.
দুর্বিসহ দগ্ধতায় ক্ষত, বিক্ষত
সৃষ্ট তুষানলে।
স্বস্ত্যি, শান্তি, নিরাপত্তার লেশ
নেই কোন প্রাণে,
নির্মম কষ্ট, ব্যথায় সময় কাটে
চরম নিষ্পেষনে।
নেই কোন প্রতিকার, নেইতো
নিরাপত্তার পরিবেশ,
জুলুম, অন্যায়, অবিচারাতংকে
ছেয়ে গেছে দেশ।
থমকে গেছে মানবতা, চুপসে
গেছে বিবেক,
চারপাশে হায়েনাদের বাড়ছেই
নৃশংসতার বেগ।