শিশুকালটা কাটলো আমার
কোলে দুলে দুলে,
সেই কালটা না বুঝে গেল
কেবল হেসে খেলে।
সে কাল পার করেই পেলাম
শৈশব কৈশোর,
কেমন যেন ভাললাগে দুষ্টমী
মন্দ সব আসর।
ভাল লাগায় পেলাম ফিরে
সাধের যৌবনকাল,
লাজ-লজ্জার কিছুতো নেই
ঝরে যেন সকাল।
একি!ক’টা দিন না কাটতে
চুলগুলো সব পাঁকা,
বুঝে উঠার আগেই সাধের
রঙিন জীবন ফাঁকা।