স্রষ্টার অধিকারে বিধাতা যা চান ?
জানতে বন্ধুরা শিখ আল-কোরআন।
অহীহীন শিক্ষায় হতে পারো জ্ঞানী,
আল্লাহর ভাষায় সে চতুষ্পদ প্রাণী।
সুখ-সম্ভোগে হতে পারে সে সফল,
হয-বরল জীবন, আখেরাত নিষ্ফল!
ইলাহর সন্তোষ্টি ছাড়া নষ্ট আখেরাত,
দুনিয়ার স্বস্ত্যি হলেও স্বত্ত্বা বর্ববাদ।
কোরআন শিখ, কোরআন মানো,
ব্যাখ্যা বুঝতে বন্ধুরা সুন্নাহ জানো।
যত ভান, যত ঢং, কর হে বৎস !
জেনে নাও, কোরআন জ্ঞানের উৎস।