এমন একটা সময় ছিল,
সবার সেরা তিনি,
অর্জিত জ্ঞানের শিখায়
আলোকময় ভুমি।
শিক্ষার তরে পাগলপারা
ছুটেছে চারদিক,
তাদের পরশে প্রতিচ্ছবি
করত চিকচিক।
সে দিন আজ যেন, নির্ভূল
রূপকথার গল্প,
চাকুরীর স্বার্থে শোনে শুধু
ভয়ে বলে অল্প।
সে কালে ছিল শুধু গুরুর
অতুল সম্মান,
আজ আর নেই, গুরুজির
কপালে শুধু অপমান।