ছোট্ট বন্ধুরা, জীবন গড়তেই
মন দিয়ে পড়,
যে, যা বলুক না, অহী জ্ঞানে
সুখের জীবন গড়।
ছোট্ট বন্ধু, মনের চোখ খুলে
দেখ তুমি দেশটা,
নোংরামীর সয়লাভে ভরেছে
সভ্য পরিবেশটা।
অনেক অর্জন করেও কারো
হয় না বোধদয়,
আচরণে প্রকাশ পায়, যেন
সে শিক্ষিত নয়।
দেহ, মন, আত্নায় পড়ে না
যে শিক্ষার প্রভাব,
আদৌ তা শিক্ষা নয়, হেতা
সঠিক জ্ঞানের অভাব।