ক’দিন পরের কল্পনায়, ডুবে আছ তুমি ?
আতœকেন্দ্রিক ধ্যানে যায় না গড়া ভুমি।
নিজেরটা ভেবে গড়তে পারে না দেশ,
এ কারণেই বেড়ে চলছে হিংসা বিদ্বেষ।
ব্যক্তি, দল, মতের বাইরে নেইযে মায়া,
পথে-ঘাটে ছেয়ে গেছে নৃশংসতার ছায়া।
দয়া, মায়া, ত্যাগের নেইতো কোন নমুনা,
নির্মমতায় রক্তে বহে পদ্মা, মেঘনা, যমুনা।
এমন একটা সময় ছিল, স্বস্তি সবার ঘরে,
ত্যাগ, তীতিক্ষা উপচে যেত প্রতি অন্তরে।
এক দেহ, এক প্রাণ একই চিন্তার বাঁধনে,
কেটে যেত দিন তাদের সুখ, স্বস্তির বানে।
ছিলনাতো অহং, হিংসা, বৈষম্যের ব্যবধান,
দেহ, মন আত্নায় ছিল, শ্বাসত, চির-বিধান।
জল্পনা, কল্পনা হোক না বড় তোমার কাছে,
নিমিষেই ‘রূপকার’ করতে পারেন সব মিছে।