দুরন্ত, দুর্বারে ঘোড়া হেঁকে
ছুটলে তুমি কোথায় ?
পিছু ডেক না, জানতে হবে
জলের উৎস আমায়।
প্রলয়ংকরী বিধ্বংশী প্রবাহে
নিমিষে একাকার,
তার ঠিকানা খুজতে ছুটেছি
জানতে হবে আমার।
রবিটার প্রচন্ড দাপদাহতায়
ফসল পুড়ে ছাই,
কেন এত ক্ষিপ্রতা! প্রদাহ!
আমি জানতে চাই!
অগ্নির লেলিহান শিখা কেন
দাম্ভিকতায় জ্বলে ?
জানবই আমি, জানতে হবে
যেকোন ছলে, বলে।
পানি, প্রবাহ, আগুনের উৎস
জানতেই যাব তেপান্তরে
পাবে না কোথাও তাকে বেটা
সেতো অনুভের অন্তরে।
বাবার কথায় সওয়ারী কিশোর
ফিরে পায় হুঁশ,
ঘোড়া থেকে লাফিয়ে নেমে সে
তাতো ভাবেনা মানুষ!
সত্য শিক্ষার অভাবে ব্যটা, সবে
হারিয়েছে চেতনা,
ওহ! বাবা বুঝেছি এখন, এ জন্য
দুনিয়াতে এত ফেতনা।
মানুষ যদি থাকতো বাবা কেবলই
মহান আল্লাহর দাস,
তবে পানি, বায়ু, আগুনেরা কেউ
করত না’কো ত্রাস!