জ্ঞানের আলোয় জাগতে হবে
রবে দেহ,মন, আত্নায়,
অর্জিত সুভাসিত শিক্ষায় রবে
না, কোন ব্যত্যয়।
দ্বীপ্ত, দুরন্ত, দুঃসাহসী জাগাতে
নেই জ্ঞানের বিকল্প,
আলোকিত সভ্যতা সাজাতেই
জানতে হবে সত্য গল্প।
যত জ্ঞান, যত গুণ, যত নীতি
জানার উৎস একটাই,
বিবেককে জাগ্রত করতেই যে,
জানতে হবে সবটাই।
আকাশ-পাতাল, গ্রহ-উপগ্রহ
সাগর-সুমদ্র, বায়ু,
তার হাতে বন্দি মউত, রিজক
সব সৃষ্টির আয়ু।
বন্ধুরা জানো! সে জ্ঞানের উৎস
হলো, কেবলই কোরআন,
জানতে, জানাতে এবং মানতেই
বাবু, রাখতে হবে অবদান।