যত সুখ আছে সুখের
তোমাকে দিতে চেয়েছি প্রিয় গেথে
তোমার চরণে আলতার আবরণে
ধুলায় আলো জ্বলে উঠেছে ।
সুখের বাগানে তোমাকে উঠাতে
নাই কোন কমতি আমার শ্রমের
তোমারি আঁচল ধরে চাই যেতে বেলা
তবুও চাই হোক না শেষ তোমার আমার প্রেমের।
যে প্রেম মানেনা বাধা বুঝেনা আঘাত
মিলন মেলায় হয় সুখের সকল প্রভাত
কেউ বুঝে কেউ না প্রেমের কত স্বাদ
প্রেমের মাঝে বাঁচি মোরা নিত্য উৎপাত।
প্রেম নাই সমাজে মায়াহীন প্রতিভা
মানের কলঙ্ক বাজে অন্ধকারে বিক্রেতা
সিদ্ধ প্রেম আঁকড়ে ধরে মান সম্মান মেধা
প্রেমে বাঁচি প্রেমে চলি প্রেম সমাজের ভালোবাসা।