তুই বেটা মিথ্যুক তোর সুখ দুনিয়ায়,
সত্যকে মিথ্যা ন্যায়কে অন্যায়,
ঘুষ খায় দুহাতে নাই কোনো ভাবনা,
চলাপিড়া বাদশাহি চুরির টাকায়।
কালো টাকা ঘরে খায় সবাই মিলে,
ছেলে মেয়ে সুখে নিশায় যায় চলে,
বুড়া হলে ছেলে নিয়ে দিবে বিদ্ধাশ্রমে,
চিন্তা চেতনা ভাব সকল যাবে ফুরিয়ে।
হাসি খোশি কত আনন্দের মিতালী,
জামা কাপড় আসবাব কত শত দামি,
দালানকোঠা জমি আর রঙিন বাড়ি,
নাই সুখ কোথায়ও যন্ত্রনায় যাবে ডুবি।
যে না থাকে সৎ তার সব কাজ অসৎ,
অসহায় কে লোটে খায় করে নিপীড়ন,
পর্যাপ্ত সুখ যে থাকে সৎ নিয়মের অসিম,
ক্ষমা চাও অন্তরে আল্লাহ বড়-ই মহান।