চরণ ধরিয়া আত্তহারা,
তোরা ঐ চামছার দল,
প্রতিঙা করে অসৎতের সাথে,
বিক্ষের নষ্ট ফল।
অভিঙরা ব্যর্থ নয় নিরভ,
বিফল প্রমাদ তোরা,
তোরা অনুগত দুষ্টের,
সহসের বীর মোরা।
বিলপ তোরা আসবে সে দিন,
কাঁদবে নয়ন ভরে,
মৈত্রী সকল হইবে অচল,
সংস্কার ন্যায্য পথ খোঁজে।
ন্যায়কে অন্যায় অশুভ কে শুভ,
শক্তির মোড়ল সাঁজিলে কেবল,
রুচিলে রঙ্গের সুর,
সব কথা ভুলে ভাঙিলে শৃঙখল।