মানুষ এখন মানুষ নায়রে
অমানুষে ভরা...
সৎ কাজে বিরোধিতা
মিথ্যায় তারা সেরা।

অধিকার চাইলে পেটে ভাতে মারে
ন্যায়ের সংঙ্গে নাই কোনো শালা
অন্যায়ের সাথে সকল কুকুরের মেলা
সততায় কাঁদে আজ একলা যায় বেলা।

কত মিথ্যুক জয়ের গান বাজায়
শত সত্যকে আজ বেইমানরা কাঁদায়
মুনাফিক শয়তান দেখায় শত ন্যায়
ধবংস হউক মুনাফিক তাদের অন্যায়।

বিচার চাহিলে অধিকার নাই
বলে এই সমাজে
কার কাছে বলবো আমি
আমার বিচার কোন আদালতে।

আল্লাহ আমার দাবি তোমার  দরবারে
জানিয়ে রাখলাম সব আদালতে
করিয় বিচার সব অন্যায়ের
উকিল মুক্তার মিথ্যুকে যেনও ধরে।