কুরআন পড়ো কুরআন জানো,
কুরআন শিক্ষার মূল,
কুরআন শিক্ষায় জ্ঞানের আলো,
কুরআন সকল বিষয়ের মৌল।
ভোর বিহানে কুরআন পড়ো,
সকাল বিকাল মিষ্টি মধুর সুরে,
কুরআন বুঝো গভির জ্ঞানে,
কুরআনের আলো ফুটুক সর্বখানে।
কুরআন মোদের ধর্ম সংবিধান,
সর্বশেষ মহা আল কুরআনের বানি,
হ্নদয় খোলে কুরআন পড়ি,
ত্রিশপারা হাফিজ মুখ জবানী।
কে পারে মিটাতে অন্তরে লেখা আছে,
যে সুর বিশ্ব মধুর আঁকাশে বাতাসে,
এ জগতে এসেছে শান্তির উল্লাসে,
ভূবন ছাড়িয়া নিরাময় আখেরাতে।
কি মধুর সুর জাগিলো মনের সর্ব কুল,
আল্লাহর নামের জিকির অন্তরে তুল,
মনে প্রানে কর ভয় যে তোর সৃষ্টির মালিক,
আমার সকল শপত কুরআন জ্ঞানের মুল।
মধুর সুরে কুরআন পড়ি করি তিলাওয়াত,
সকল বিপদে কুরআন পড়ে করি মোনাজাত,
আল্লাহর বানি হ্নদয়ে রাখি আমার সংবিধান,
হে রব দয়া তোর চাই আমি তোর জান্নাত।