যে আশা করি যে স্বপ্ন দেখি,
হারিয়ে যায় সব সকালে আসি,
তিষনায় বাঁছি আশা রাখে ধরি,
অন্ধকারে তুপান ভেঙেদে মর্ম গুলি।

যে নিশান ধরি আঁধার এসে নামি,
দুঃখের ঘন্টা কানে বাজায় বাঁশি,
সুজা পথ বেকা হয় আমায় দেখি,
অন্তরের ব্যাথা বলার নাই কোনো সাথি।

যে পথে হাঁঠি একাই পথিক আমি,
নিত্য সরলা ঘরে নাহি থাকি বসি,
বিলিয়ে চাই ভালো কিছু দিয়ে থাকি,
ভেঙে যায় সব ডায়েরীর পাতা গুলা খালি।

যে কথা বলি, নারাজ হয় অনেকে শুনি,
মনে হয় নিজে অনেক বড় পাপি,
কপালে কি আছে কখনো না বুঝি,
হায়রে মানুষ ক্ষমা চাই ভুলের আমি।