কে আছো জাগিয়া....
বিবেক ঘোড়ায় বিশ্ব জুড়িয়া
খোলো জ্ঞান সৎ পথে ভরিয়া
বিশ্বকে জানো সৎ আঁকি খোলিয়া।
নিজেকে নাহি রাখো চার বেড়ায় ধরিয়া
জাগাও হ্নদয় কল্ল্যানের পথ বাঁছিয়া
হিংসাকে ভুলে চলো মিথ্যার বাতি নিবিয়া
সত্যের উল্লাসে জীবন গড়ো ধর্ম মানিয়া।
শত মিথ্যা যায় উড়ে একটি সত্যের সাথে
আপনার কে জানে না আপন সব কিছু স্বার্থে
কে হবে বড় এখনকার দিনে তার লড়াই চলে
অধিকার সব নিতে চায় তার ক্ষমতায় কেড়ে।
কত লোক বেপথের পথি চার পাশে ঘোড়ে
মূল্য ছাড়া তারা চায় ক্ষনিকের সুখ নিতে
কর্মকে ছোট ভাবে অন্যায় জুলুম করে
নাহি করে ভয় ওপারে তার স্থায়ী ঠিকানা গড়ে।