আবার যদি কবে......
দেখা হয় তোমার সাথে,
বলবো না কোনো কথা
শপত ভাংগার অপরাধে।
তুমি নারী বদলে গেলে...
কথা দিয়ে অন্যের ঘরে
যদি হয় তাই তোর সুখের
যা না আমায় ভুলে।
আবার যদি কবে....
দেখা হয় তোমার সাথে,
বিচার চাহিবো বলে
মিথ্যার অপবাদে...।
তুমি হতে পারো আজ
আমার ছায়ার বাহিরে
ঘৃনা হয় তবুও কবে...
চাই ঘৃনা গুলো দেই বলে।
আবার যদি কবে...
দেখা হয় তোমার সাথে,
বিনয় অনুরুদ থাকবে
দেখলে মোরে যেও দূরে।
যদি হয় দেখা চলতে পথে,
আড়ালে থেকও
চাই না স্মৃতি ভেসে আসুক
দুঃখের ডায়েরি মনে ভেসে।
আবার যদি কবে...
দেখা হয় তোমার সাথে,
প্রশ্ন করে উত্তর নাই আসে
যেও এড়িয়ে মুখ ডেকে।
সুখের সুখময় নিলে...
থাকিয় সদায় সুখে
এই করি তোমার কামনা
ভেবনা কখনো আমায় মনে।