যাই করো তাই-ই মানবো,
দয়াল রাখো মোরে পবিত্র,
তোমার প্রেমের কাণ্ডারি হতে,
দাও আমারে প্রেমের অস্ত্র।
ধার ধারি না যারে আমি,
রাখো মোরে তার চেয়ে দূরে,
মানব কল্ল্যাণে সেবায় রাখো,
দাও অন্তরে ইলমি দরজা খোলে।
কঠিন সময়ে রক্ষা করিয়,
নিত্য রহমতের মায়ার নজরে,
বাঁছিয়ে রাখিয় ইমান আমার,
দাজ্জালের হাত থেকে সকটে।
সরল রাখো আমায় সাদা মনে,
প্রার্থনা করতে সাহায্য দুহাত তুলে,
তুমি রব এক বলি আদবে শপত করে,
সুস্থ রাখিয় জ্ঞানের আলোয় ভরে।
ভয় ভিতি দূর করে সাহসের সাথে,
চলতে দিয় দিন রাতে মার্জন করে,
বিপদ মূর্হুতে সাথে চাই রব তোরে,
সত্যকে আগে চাই মিথ্যা যাক ডুবে।
তুমি মোর রব তাই করি মিনতি,
চাই তোমার কাছে মনের সব খোলি,
তুমি জানো সব মোর অন্তরে যাহা,
হেদায়াত করো মোরে তোমার জানি।