উন্মুক্ত বিবেক উন্মুক্ত চিন্তা...
বিবেকের নাই কোনো সিমা
ভাবলে মিলে জ্ঞানের মেলা
পরিপূর্ণ সহজ নিরবে ঘেরা
নিরবে নিদ্রা বিষম মজা
উন্নত মান সব চেয়ে সেরা।
গভীরে মিলে ধীয়ানে তারে...
সত্য মিথ্যা সব তার কাছে জমে
বুদ্ধির যাত্রা শুভ হোক হাটে
নয়ন খোলিয়া চলো এই ঘাটে
উদার মন সঞ্চয়ে বেমানান বটে
খিয়ালে বল সকল কর্ম স্থলে।
ভুলের মাফ হয় জ্ঞানের নয়...
কল্ল্যানের উল্লাস বেশি না হয়
সেবকের মনে যদি না থাকে ভয়
গোপনে রাখিয় আনামত না হয় ক্ষয়
সুখে দুঃখে থাকও সৎ জ্ঞানের আলোয়
ভব ঘোরিয়া শেষে দেখি সুখ নাই মিথ্যায়।