আজ আছি কাল নাই,
ভাবে কজন সময় নাই ।
চলে যেতে ভয় তাই,
টাকা পয়সা রেখে যাই ।
যাবো পথে একা চলে,
কি যে হবে ঐ পারে ।
গেলে পরে দেখা পাবে,
কি আছে তো্মার জীবন হাতে ।
বর সাজিয়ে যাত্রি তো্মার সাথে,
রাখবে চির সুখ আপন ঘরে ।
বিচারের সৎ পাল্লা এসে,
দাঁড়াবে তো্মার হাতে ।
জবাব তো্মার দিতে হবে,
আপন কর্ম সত্য বলে ।
বিচারের নিয়ম হাকিমের হাতে,
যাহা তোমার কর্মে তাহা ই হবে।
এতই শক্তি দেখালে ধর্মের বাহিরে
চির সৎ বিচার হবে হাকিমের কাছে গেলে।