কত স্বাদ ক্ষমতার,
সবাই তুলো তুলো করে,
যাহা ইচ্ছা তা-ই করি,
সবাই সম্মানে রাখে।
এ স্বাদ হারাতে চাহি না আমি,
নড়বড়ে ধবংস করিবো সব ধরে
তবুও চাহিবো তারে ধরিয়া রাখিতে,
চিরস্থায়ী ক্ষমতার মুকুট আমারই চাই হাতে।
সব কিছু ভেসে যাক সাগরে মিশে,
উন্নয়ন উন্নতির মহা সুখে...
হারিলে সব ঝামেলা কমে..
আমি রহিবো আমারই পূর্ণ স্থানে।
ঝড় তুফানের ভয় করি না,
যদি আসে মহাবিশ্ব থেকে,
হবো না নতশির তুলিবো ধরে
মিথ্যা সুর শক্তির বলে।