দুর্ভিক্ষের কালো কাক
বসেনা লাশের গায়,
তারা থাকে অট্টালিকায়,
বিলাসী দিন কাটায় এসি করা কামড়ায়।
তারা আজ অভিজাত প্রাণী
খায়না মৃতের অংস হাড়,
বায়না ধরে এ্যাম্বুলেন্সের তেল,
প্রসূতি মায়ের ঔষধ, বাবার ভিটেমাটি সংসার।
যমুনা সেতুর টোল
আর বি আর টিসির গাড়ি,
রাস্তা ঘাটের টেন্ডার
বন্যার লুঙ্গি শাড়ি, পেট করে ভারি।
প্রতাপশালী কাকের কথায়
দেশ চলে যে আজ,
শেয়ার চোর হয় দরবেশ বাবা
কালো বিড়াল সন্ন্যাসী, লিমন চালায় সন্ত্রাস।
রচনাঃ ১৯/১১/২০১৪