সারা বাংলায় থাকবে না অত্যাচার,
মুখে মুখে ধবনিত হবে ন্যায় বিচার।
গরিবের বিপদে এগিয়ে যাবে ধনী,
শান্তি হবে এ দেশের নয়নের মণি ।
দুখী মানুষ পাওয়া যাবেনা সন্ধানে,
বাতাসে বাজবে ছন্দ বাউলের গানে।
সোনালী ফসলে কৃষক ভরবে গোলা,
সবখানেতে বিরাজ করবে শৃঙ্খলা।
অক্লান্ত শ্রমে আবাল বৃদ্ধ বনিতার
সুখী হবে বাংলা মায়ের সংসার।
এ আশায় হাজারো জন দিয়েছে প্রাণ,
দাও মোদের শক্তি হে সর্ব শক্তিমান।
মাতৃভূমিকে আজ পড়াবো রাজ বেশ,
প্রাচুর্যে গড়বো স্বপ্নের বাংলাদেশ।