নিজের বিচার নিজে করলে
হয় না মাথা নত,
দরকার নাই জজ ব্যারিস্টার
আদালত শত শত।
ভাবনার চেয়ারে বসে বসে
কর্মকে দাও ডাক,
চিন্তাকে দাও তদন্ত করতে
কোথায় গলদ ফাক।
মনকে দাও খুজে নিতে
কে শত্রু মিত্র,
স্মৃতিকে দাও পেস করতে
তথ্য প্রমাণ চিত্র।
আবেগকে দাও নির্বাসনে
বিবেক কে দিতে রায়,
ভুলগুলোকে শুধরে নিতে
মনের আঙিনায়।